বিষয়: আল হাদিস
লেখক: ইমাম যাইন উদ্দীন আহমাদ বিন আব্দুল লতীফ আয যুবাইদী
প্রকাশনায়: আলোকিত প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: 1151, কভার : হার্ড কভার
‘মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী’ ১খন্ডেই সমাপ্ত আলহামদুলিল্লাহ তাও আবার আরবি সহ, মনে হতে পারে কিভাবে এটা সম্ভব? সম্ভব, বুখারীতে একই হাদিস বিভিন্ন অধ্যায়ে রিপিট হয়েছে, আমাদের এটাতে রিপিট আসা হাদিসগুলো একবারই মাত্র নেওয়া হয়েছে আর এতে ২১৭৫ টি হাদিস হয়েছে মা শা আল্লাহ যা ১ খন্ডেই পাওয়া যায় এবং সৌদি আরবে এক খন্ডের এই কিতাবটি ২০১৪ সালে প্রথম বাংলাতে ছাপা হয়েছিল। পুরো বুখারীর জ্ঞান একটা মাত্র খন্ডে মা শা আল্লাহ, এটা একটা অনবদ্য কাজ আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী বুখারীর এই হাদিসগুলো ঘরে ঘরে পৌছে যাবে ইন শা আল্লাহ।
বইটির কিছু বৈশিষ্ট:
● রিপিট হাদিস ০১ বার নেওয়াতে মাত্র ০১ খন্ডেই পুরো বুখারী পাচ্ছেন।
● আরবি সাথে অনুবাদ মাত্র ০১ খন্ডে।
● যে হাদিসগুলো বুঝতে কঠিন সেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা পাবেন।
● মাত্র ০১ খন্ডে হওয়ায় যেখানে সেখানে বহন করে নেওয়া খুবই সহজ।
● মুল্যও কমে পাওয়া যাচ্ছে (১০০০/-) এক খন্ডে হওয়াতে।
● যারা হাদিস মুখস্থ করেন তাদের জন্যও চমৎকার হবে কারণ আমরা বারবার আসা হাদিসগুলো ০১ বার নেওয়াতে ২১৭৫টা হাদিসেই সমাপ্ত হয়েছে।
স্পেশাল ডিসকাউন্টের জন্য যোগাযোগ করুন:
WhatsApp: +৮৮ ০১৮৯৪৭৪৪৪৫৫
E-mail: authenticsawdagar@gmail.com